কাঠিয়া বাবা শ্রীশ্রী ১০৮ স্বামী কৃষ্ণদাসজী মহারাজ

কাঠিয়া বাবা শ্রীশ্রী ১০৮ স্বামী কৃষ্ণদাসজী মহারাজ

ওঁ শ্রীগুরবে নমঃ

শ্রীশ্রী মদ্গুরুস্তোত্রম্

সচ্চিদানন্দস্বরৃপায় পরমাত্মস্বরূপিণে ।
সর্বদেবাদিদেবায় শ্রীকৃষ্ণদাসায় তে নমঃ।।১

চন্দনাক্ষিতসর্বাঙ্গায় কাষ্ঠকেৌপীন ধারিণে।
কোটিসূর্য্যপ্রভাননে শ্রীকৃষ্ণদাসায় তে নমঃ।।২

শ্রীপ্রেমদাসশিষ্যায় সনকাদিককুলভূষণে।
অদ্বিতীয়ায় মদ্গুরবে শ্রীকৃষ্ণদাসায় তে নমঃ।।৩

আর্তজীবহিতার্থায় নরাবতারধারিণে।
মুক্তিসেতুস্বরূপায় শ্রীকৃষ্ণদাসায় তে নমঃ।।৪

জ্ঞানভক্তিপরিপূর্ণায় অনন্তসুখাভিবর্ষিণে।
সর্বশাস্ত্রপারঙ্গতায় শ্রীকৃষ্ণদাসায় তে নমঃ।।৫

সর্ববিঘ্নবিনাশায় সর্বপাতকনাশিনে ।
নমঃ প্রপন্নপালায় শ্রীকৃষ্ণদাসায় তে নমঃ।।৬

অনন্তানাদিনিত্যায় প্রভবে সর্বব্যাপিনে ।
সর্ববিদ্যাতপোমূলায় শ্রীকৃষ্ণদাসায় তে নমঃ।।৭

নিত্যানন্দনিমগ্নায় সর্বগুণকর্মসাক্ষিণে ।
শান্তায়াত্মরামায় শ্রীকৃষ্ণদাসায় তে নমঃ ।।৮

সর্বেশায় র্সবারাধ্যায় ভগবতে ব্রহ্মরূপিণে।
নমো বৈকুণ্ঠনাথায় শ্রীকৃষ্ণদাসায় তে নমঃ।।৯

কৃষ্ণতত্ত্ব প্রবুদ্ধায় কৃষ্ণভক্তিপ্রদায়িণে ।
নমো বৈ কৃষ্ণরূপায় শ্রীকৃষ্ণদাসায় তে নমঃ।।১০

ইতি কেশবদাসেন কৃতং মদ্গুরু স্তোত্রং সমাপ্তম্।

 

কাঠিয়া বাবা শ্রীশ্রী কৃষ্ণদাস লীলামৃতম্

স্বাতীনক্ষত্র তুলারশেৌ গঙ্গাতটে রাজমহলে অবতরিতঃ।
আশ্বিন মাস শুক্লপক্ষে দ্বিতীয়াতিথৌ চ শনিবারে ভূমিষ্ঠঃ।।
সহোদরাণাং সর্বকনিষ্ঠঃ কৃষ্ণানন্দ সিংহ-ইতি নামকরণং জাতম্।।
বাল্যকালে চপলচিত্তঃ গঙ্গাতটচারূবিহারঃ চ স্ববন্ধুনাযকঃ।।(১)

ভীষ্মজননীস্বজননীসম­জ্ঞাতঃ সানন্দংসুরনদীস্রোতেস্নাতঃ।
কৃতিছাত্রঃ সুদক্ষক্রীড়কঃ মাতৃভক্তঃ স্বতাতবাক্যকারিণঃ।।
আশৈশবাদপি ঈশ্বরানুসংধিৎসু ভগবদ্দর্শনাভিলাষিতঃ।
কৈশোরে সহসা দীক্ষা-গ্রহণে সুতীব্রাভিলাষোমনোত্থিতঃ।।(২)

দীক্ষার্থমধীর উৎকংঠিতচিত্তে কালযাপনঃ দৈবাৎ সনস্কামঃ পূর্ণঃ।
শুভক্ষণে শ্রীপ্রেমদাস-সবিধে আত্মসমর্পণং দীক্ষা গ্রহণঞ্চ।।
শ্রীসন্তদাসজীবনচরিতপাঠে তৎপদানুগতস্য মতিবর্দ্ধনম্।
আজীবন সনিষ্ঠয়া সশ্রদ্ধয়া চ নিম্বার্ককুলানুশাসনপালনম্।।(৩)

স্বদেশে দ্বারবঙ্গে চিকিৎসাশাস্ত্রাধয়নরতঃ দুষ্করবিদ্যা অনায়াসলব্ধঃ।
গুরুসম্মতিক্রমোচ্চবিদ্যালাভার্থ বিদেশগমনং দারপরিগ্রহ অধিগমনম্।।
বিদেশে সুদীর্ঘাষ্টাদশ-বৎসরান্ স্বনামধন্যচিকিৎসকরৃপেণ কার্যরতঃ।
সর্বকর্মণি অতীপ্রবীণঃ সদৈব নিরসলসুকঠিনপরিশ্রমোঽভিরতঃ।।(৪)

শাস্ত্রোক্তবিধ্যানুসারে স্বকর্তব্যকর্মানুষ্ঠানতৎপরঃ গার্হস্থ্যধর্মকালকঃ।
বিপুল যশাঽর্থগৌরবপ্রতিষ্ঠালব্ধস্তং তথাপি তৎসর্বং জলেপদ্মপত্রমিব নির্লিপ্তঃ।।
গুরুরেব ইষ্টং ­জ্ঞাত্বা যাবজ্জীবনং কায়েন গিরা মনসা গুরুবাক্যানুসৃতঃ।
নিজচিত্তবিত্তাদি গুরুপদে সমর্পিতং হৃদিগুরুচরণাবুজধ্যানরতশ্চ।।(৫)

সুকঠোরসংশিতব্রতপালিতঃ তীব্রবৈরাগ্যসহ তপশ্চরণনিমজ্জিতঃ।
গুরুসান্নিধ্যে সানন্দপ্রয়াগকুম্ভেস্নাতঃ অনেকতীর্থাদিদৃষ্টশ্চ।।
গুরুসেবয়া অনন্যগুরুভক্ত্যা গুরোঃ তুষ্টিসাধিতঃ বিরলদুর্লভবরপ্রাপ্তঃ।।
বিদেশেঽপি স্বাধায় মন্ত্রজপানুষ্ঠানযাপিতঃ আধ্যাত্মগ্রন্থপ্রণীতঃ।।(৬)

পূর্ণমনস্কামঃ রাজর্ষিসংজ্ঞিতঃ গুরোঃপ্রসাদাৎ গৃহস্থাশ্রমোঽপি ব্রহ্মজ্ঞঃ।
ঐশ্বর্যাদিপ্রপঞ্চ ত্যক্ত্বা ভারতে প্রত্যাগম্য দারপরিবারপরিহারঃ।।
তৃণীকৃত্য জগৎসর্বং লস্করপুরস্থ স্বগুরুস্থানে বানপ্রস্থাশ্রমগ্রহণম্।
বুদ্ধপূর্ণিমাতিথৌ বৃন্দাবনে স্বগুরুবিগ্রহসম্মুখে সন্ন্যাসাশ্রমগ্রহণঞ্চ।।(৭)

কাঠিয়াবাবা শ্রীশ্রীকৃষ্ণদাস ইতি নাম গ্রহণং কাষ্ঠকৌপীনধারণং।
বদ্ধজীবহিতার্থায় সদ্গুরুরূপীলীলাকৃতঃ মন্ত্রদীক্ষয়া নিঃশ্রেয়সমার্গ প্রদতঃ।
মহন্তশ্রীমহন্তপদৌবিভূষিতঃ প্রহৃষ্টচিত্তে শ্রীরাধাকৃষ্ণসেবাপরায়ণঃ।
সর্বজীবেহিতেরতঃ শাস্ত্রতত্ত্বপ্রকাশকঃ স্বগুরুলীলাপ্রচারেনিতরামুৎসুকঃ।।(৮)

সাগ্রহে সোৎসাহে চ প্রতি কুম্ভে সাধুসেবাকৃতঃ সশিষ্যতীর্থভ্রমণঞ্চ।
জন্মস্থানে জন্মালয়ে অন্নক্ষেত্রানুষ্ঠানং শ্রীশ্রীকাঠিয়াবাবাশ্রমসংস্থাপনঞ্চ।।
শ্রীশ্রীকাঠিয়াবাবাচিত্রপটসহ রাজমহলনগরপরিক্রমাকৃতঃ তথৈব।
সভক্ত্যাগঙ্গাপূজনং চ পরংপবিত্রপাপহারীবিুষ্ণযজ্ঞানুষ্ঠানপালনম্।।(৯)

স্বশক্তিপ্রভাবে স্বাশ্রিতপ্রণতজনার্তিহরঃ আস্তিক্যবুদ্ধিবর্দ্ধকঃ।
বালসুলভচরিতংকৃতমা প্রিয়জনানন্দদায়কঃ ভক্তাধীনংকর্মকরঃ।
সহর্ষণ সলীলয়া স্বেচ্ছয়া পৌষকৃষ্ণানবমীতিথৌ ব্রহ্মলীনোঽভবৎ।
ইতি কেশবদাসেনকৃতং কাঠিয়াবাবাশ্রীশ্রীকৃষ্ণদাসসীসামৃতম্।।(১০)

CONTINUE READING
Share this post
Come2theweb