ভবসাগর তারণ কারণ হে, রবিনন্দন বন্ধন খণ্ডন হে।
শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জনে।।
হৃদিকন্দর তামস ভাস্কর হে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে।
পরব্রহ্ম পরাৎপর বেদ ভনে, গুরুদেব দয়া কর দীন জনে।।
মনবারণ শাসন অঙ্কুশ হে, নরত্রাণ তরে হরি চাক্ষুষ হে।
গুণগান পরায়ণ দেবগণে, গুরুদেব দয়া কর দীন জনে।।
কুলকুণ্ডলিনী ঘুমভঞ্জক হে, হৃদিগ্রন্থি বিদারণ কারক হে।
মম মানস চঞ্চল রাত্রি দিনে, গুরুদেব দয়া কর দীন জনে।।
রিপুসূদন মঙ্গল নায়ক হে, সুখ শান্তি বরাভয় দায়ক হে।।
ত্রয় তাপ হরে তব নামগুণে, গুরুদেব দয়া কর দীন জনে।।
অভিমান প্রভাব বিমর্দক হে, গতিহীন জনে তুমি রক্ষক হে।
চিত শঙ্কিত বঞ্চিত ভক্তিধনে, গুরুদেব দয়া কর দীন জনে।।
তব নাম সদা শুভ সাধক হে, পতিতাধম মানব পাবক হে।
মহিমা তব গোচর শুদ্ধ মনে, গুরুদেব দয়া কর দীন জনে।।
জয় সদ্গুরু ঈশ্বর প্রাপক হে, ভবরোগ বিকার বিনাশক হে।
মন যেন রহে তব শ্রীচরণে, গুরুদেব দয়া কর দীন জনে।।
ওঁ অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং।
তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ।।
নিত্যং শুদ্ধং নিরাভাসং নির্বিকারং নিরঞ্জনং
নিত্য বোধং চিদানন্দং গুরুর্ব্রহ্মং নমাম্যহম্।।
ধ্যানং মূলং গুরুমূর্তি পূজামূলং গুরুপদং
মন্ত্র মূলং গুরুবাক্যং মোক্ষমূলং গুরুকৃপা।।
ওঁ মন্নাথঃ শ্রীজগন্নাথো মদগুরু শ্রীজগদগুরুঃ
মদাত্মা সৰ্ব্বভূতাত্মা তস্মৈ শ্রীগুরবে নমঃ।।
ওঁ আনন্দমানন্দকরং প্রসন্নং জ্ঞানস্বরূপং নিজবোধযুক্তং
যোগীন্দ্ৰমীড্যং ভবরোগবৈদ্যং শ্রীমদ্গুরুং নিত্যমহং ভজামি ।।
ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূৰ্ত্তিং
দ্বন্দ্বাতীতং গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যম্।।
একং নিত্যং বিমলমচলং সৰ্ব্বধী সাক্ষী ভূতং
ভাবাতীতং ত্রিগুণ রহিতং সদ্গুরুং তং নমামি ।।
নমামি রাধাপতিপাদপল্লবম্।
বদামি রাধাপতিনামনিৰ্ম্মলম্।।
ভজামি রাধাপতিতত্বমক্রিয়ম্।
করোমি রাধাপতিসেবনং পূজা।
স্বভাবতোপাস্তসমস্তদোষমশেষকল্যাণগুণৈকরাশিম্।
ব্যুহাঙ্গিনং ব্রহ্মপরং বরেণ্যং ধ্যায়েম কৃষ্ণং কমলেক্ষণং হরিম্।
অঙ্গে তু বামে বৃষভানুজাং মুদা বিরাজমানামনুরূপসৌভগাম্।
সখীসহস্রৈঃ পরিসেবিতাং সদা স্মরেম দেবীং সকলেষ্টকামদাম্।
নান্যাগতিঃ কৃষ্ণপদারবিন্দাৎ সংদৃশ্যতে ব্রহ্মশিবাদিবন্দিতাৎ।
ভক্তেচ্ছয়োপাত্তসুচিন্ত্যবিগ্রহাদ্যচিন্ত্যশক্তেরবিচিন্ত্যসাশয়াৎ ।।
ওঁ নমো ব্রহ্মণ্যদেবায় গোব্রাহ্মণহিতায় চ।
জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ।।
হে কৃষ্ণ করুণাসিন্ধো দীনবন্ধো জগৎপতে।
গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে।।
ত্রৈলোক্য পূজিত শ্ৰীমন্ সদা বিজয়বর্ধন।
শান্তিং কুরু গদাপাণি নারায়ণ নমোস্তুতে।।
পাপোহহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভব।
ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সৰ্ব্বপাপ হরো হরি।।
শ্রীশ্রীকাঠিয়া বাবাজী মহারাজকী জয়, শ্রীশ্রীসন্তদাস বাবাজী মহারাজকী জয়, শ্রীশ্রীপ্রেমদাস দাদাগুরুজী মহারাজকী জয়, শ্ৰীশ্ৰীবাবাজী মহারাজকী জয়।।
গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় – ।।
বলো গিরিরাজ মহারাজকী জয়, বৃন্দাবন কৃষ্ণচন্দ্রকী জয়, ব্রজেশ্বরী রাধারানীকী জয়, বলো জয় জয় শ্রীরাধেশ্যাম্।।